পানি গরম করার জন্য কেটলির খোঁজ করছেন? একটি ভালো মানের পানি গরম করার কেটলি আপনার অনেক সময় এবং কষ্ট লাঘব করতে পারে। তবে ভ্যারাইটির কারনে সঠিক কেটলি নির্বাচন করা কঠিন হতে পারে।
এই ব্লগে আমরা জানাবো, কীভাবে আপনি চাহিদা অনুযায়ী সঠিক ইলেকট্রিক কেটলিটি বেছে নিবেন। এছাড়াও, কেটলির রক্ষণাবেক্ষণ এবং ব্যবহারবিধি সম্পর্কেও আলোচনা করব, যাতে আপনার কেটলি বেশিদিন টেকসই হয়।
☀️ ইলেকট্রিক কেটলির ব্যবহারবিধিঃ জানুন সঠিক পদ্ধতি!
সামনে শীত আসছে। এমন সময় গরম পানি বা ফুটন্ত পানির চাহিদা বেড়ে যায়। কিন্তু সারাদিন রান্না-বান্নার পর চুলায় পানি গরম করা বেশ ঝামেলার। তাই এর সহজ সমাধান হতে পারে একটি ইলেকট্রিক কেটলির ব্যবহার। পানি দ্রুত গরম হবে এবং আপনার গ্যাসের বাড়তি খরচটাও বাঁচবে। যদিও অফিস, হোটেল, রেস্টুরেন্টে সারা বছরই পানি গরম করার জন্য ইলেকট্রিক কেটলি ব্যবহার করা হয়। কারন এর ব্যবহার খুবই সহজ।
রকমভেদঃ
বাজারে বিভিন্ন ব্র্যান্ডের, মডেলের চায়ের কেটলি রয়েছে। আপনার পছন্দ আর বাজেট অনুযায়ী একটি বেছে নিতে পারেন। বাজার এবং অনলাইন ঘুরে নানা রকমের কেটলির খোঁজ মিলেছে। ক্যাপাসিটি অনুযায়ী ১ লিটার থেকে শুরু করে ১০ লিটারের বেশি ধারণক্ষমতার কেটলির খোঁজ মিলেছে। আর বাংলাদেশে প্রচলিত ব্রান্ডের মধ্যে রয়েছে- Baja, Nova, Elima, Prestige, Novena ইত্যাদি। তবে ব্যবহারবিধি না জানলে অনেক ভালো আর ব্রান্ডের কেটলিও দ্রুত নস্ট হয়ে যেতে পারে। তাই আগে ইলেকট্রিক কেটলির ব্যবহারবিধি সম্পর্কে জেনে নেই আসুনঃ
ব্যবহারবিধিঃ
১। ইলেকট্রিক কেটলি কারেন্টে লাগিয়ে পানি দিবেন না। এতে ব্লাস্ট করা বা শর্ট সার্কিট হওয়ার চান্স থাকে।
২। সুইচ অন অবস্থায় ফুটন্ত পানি কেটলি থেকে ঢালবেন না। আর অবশ্যই পানি গরম দেয়ার সময় কেটলির ঢাকনা ভালো করে বন্ধ করে দিন যাতে পানি ছিটকে না পড়ে।
৩। প্রতিবার ব্যবহারের পর ইলেকট্রিক কেটলি ভালো করে ধুয়ে রাখুন। আর সপ্তাহে একদিন পানি আর লিকুইড সাবান বা সোডা দিয়ে কেটলির নিচের প্লেট পরিষ্কার করুন।
৪। এছাড়া সারাদিন পানি গরম করার কেটলি ব্যবহার শেষে পরিস্কার কাপড় দিয়ে ভালো করে মুছে রাখুন। এতে কেটলি বেশিদিন ভালো থাকবে।
☀️ ৫টি সেরা পানি গরম করার কেটলির তালিকা :
এবারে অনলাইন ঘুরে আপনাদের জন্য রিজন্যাবল প্রাইজের কিছু কেটলির খোঁজ নিয়ে এসেছি। Jitben.com এ Browse করলে এই সম্পর্কে আরও জানতে পারবেন। তবে এই লেখায় সংক্ষেপে কিছু ইলেকট্রিক কেটলির দামসহ উল্লেখ করা হলোঃ
Elima Electric Kettle | 1.8 L (EMK-001)
স্টেইনলেস স্টিলের তৈরি Elima র এই কেটলিতে ১.৮ লিটার ক্যাপাসিটি পাবেন। এছাড়া এতে লাইট ইন্ডিকেটর এবং হিটিং প্লেট রয়েছে। রিজন্যাবল প্রাইজের এই কেটলির ব্যবহার আপনার রান্নাঘরের কাজ আরও সহজ করবে। চলুন কিছু বৈশিষ্ট্য দেখে নিনঃ
▶ Buy Now
- Model: EMK-001
- Capacity: 1.8L
- Material: Food Grade Plastic & High-Grade Stainless Steel
- Power: 1500w
- Water Level Marks: Available
Elima (EMK-001),1.8 লিটার ক্যাপাসিটির Electric Kettle এর দাম পড়বে ১১২০ টাকা মাত্র।
╰┈➤ প্রোডাক্টটির বিস্তারিত জানতে ক্লিক করুন।
Elima Electric Kettle | 1.8 L (EMK-333)
আপনার কিচেন এক্সপেরিয়েন্স আনন্দদায়ক আর আকর্ষণীয় করতে Elima EMK-333 মডেলের কেটলিটি দারুন সহায়ক হবে। এটি ফুড গ্রেড প্লাস্টিকের তৈরি। আর ভেতরে হাই- গ্রেড স্টেইনলেস স্টিলের প্রলেপও দেয়া আছে। চলুন আরও কিছু বৈশিষ্ট্য দেখে নেইঃ
▶ Buy Now
- Model: EMK-333
- Capacity: 1.8L
- Material: ABS Food Grade Plastic and High Grade Stainless Steel
- Power: 1500w
Elima (EMK-333) 1.8 L এর Electric Kettle কিনতে হলে খরচ পড়বে ১৩৯০ টাকা মাত্র।
╰┈➤ প্রোডাক্টটির বিস্তারিত জানতে ক্লিক করুন।
Bajaj SS Electric Kettle | 2 Liter (BJ-002B)
আপনার বাজেট ১০০০ টাকা বা তার কম হলে কি ইলেকট্রিক কেটলি কিনতে পারবেন না? কেন নয়? এস এস বডির তৈরি ২ লিটারের এই কেটলিটি আপনার বাজেটের মধ্যেই চলে আসবে। চলুন আরও কিছু বৈশিষ্ট্য দেখে নেইঃ
▶ Buy Now
- Product: Electric Kettle
- Capacity: 2 Liter
- Brand: Bajaj
- Model: BJ-002B
Bajaj SS Body(BJ-002B) Electric Kettle এর দাম পড়বে ৯৯০ টাকা মাত্র।
╰┈➤ প্রোডাক্টটির বিস্তারিত জানতে ক্লিক করুন।
Novena Electric Glass Kettle | 2 Litre (NK 47G)
আপনার গ্লাস কেটলি পছন্দ? তাহলে Novena NK 47G গ্লাস কেটলিটি আপনার জন্য। এতে অটো- শাট অফ টেকনোলোজি এবং ৩৬০° ঘূর্ণন বেস রয়েছে। নিচে কেটলিটির আরও কিছু বৈশিষ্ট্য দেখে নিনঃ
▶ Buy Now
- Product: Glass Kettle
- Capacity: 2 Litre
- Power: 1500 Watt
- Model: NK-47G
Novena NK 47G Electric Glass Kettle এর দাম পড়বে ১৫৫০ টাকা মাত্র।
╰┈➤ প্রোডাক্টটির বিস্তারিত জানতে ক্লিক করুন।
Prestige Electric Kettle | 2.3 Litre (OG 2316)
Prestige এর এই কেটলিটা দেখতে খুবই সুন্দর। এক দেখায় আপনার নজর কাড়বেই। এতে এল ই ডি লাইট ইন্ডিকেটর এবং অটো-শাট অফ টেকনোলোজি যুক্ত করা হয়েছে। কেটলিটি পছন্দ হলে আরও কিছু বৈশিষ্ট্য দেখে নিনঃ
▶ Buy Now
- Capacity: 2.3 L
- Product: Electric Kettle
- Model: OG-2316
- Rotatable Base: 360°
Prestige (OG 2316) 2.3 Litre Electric Kettle এর দাম পড়বে মাত্র ১২৯০ টাকা।
╰┈➤ প্রোডাক্টটির বিস্তারিত জানতে ক্লিক করুন।
☀️ ইলেকট্রিক কেটলির দাম কত হতে পারে?
বাজারে অনেক ধরনের আর মানের কেটলি পাওয়া যায় এটা আপনারাও জানেন। সেই ইলেকট্রিক কেটলির দাম অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। যেমন- ক্যাপাসিটি, পাওয়ার, মেটারিয়াল, ব্রান্ড, ওয়ারান্টি ইত্যাদি। তবে এভারেজে ১ লিটার একটি কেটলির দাম ৯০০ টাকা থেকে শুরু। আর ২ লিটারের একটি কেটলি এভারেজে ১২০০ টাকায় পেতে পারেন। তবে কেটলির সাপ্লাই, সিজন আর চাহিদা অনুযায়ী দাম কম- বেশি হয়। তাছাড়া স্বাভাবিকভাবেই ২ লিটারের বেশি ধারণক্ষমতা হলে ইলেকট্রনিক কেটলির দামটাও বেশি পড়বে।
☀️ওয়াটার কেটলি কেনার আগে কি কি বিষয় বিবেচনা করবেন
কেটলিতে পানি ভরে সুইচ দিলেই কয়েক মিনিটে গরম হয়ে যাবে পানি। তবে পানি গরম করার কেটলি কেনার আগে কিছু বিষয় জানা জরুরিঃ
কেটলির ক্যাপাসিটি কতঃ
আপনি যে কেটলিটি কিনছেন তার ক্যাপাসিটি কত লিটার তা আগে জেনে নিবেন। এই ক্যাপাসিটি দ্বারাই নির্ধারিত হবে আপনার কেনা কেটলিটি আপনার পরিবার, ঘর, রেস্টুরেন্ট বা অফিসের প্রয়োজন মিটবে কিনা। যেমন- ছোট পরিবারের জন্য ১ লিটারের একটি কেটলিতে প্রয়োজন মিটলেও যৌথ পরিবার বা অফিসের এমপ্লয়িদের জন্য ২ লিটার বা তার বেশি ক্যাপাসিটির কেটলির প্রয়োজন হবে।
কেটলির পাওয়ার কতঃ
আপনি যে পানি গরম করার কেটলি কিনছেন, কেনার আগে অবশ্যই জেনে নিবেন কেটলির পাওয়ার কত দেয়া আছে। সাধারণত ১২০০ ওয়াট বা ১৫০০ ওয়াটের কেটলি বাজারে available পাবেন। মনে রাখবেন, কেটলির পাওয়ার যত বেশি, পানি তত দ্রুত গরম হবে।
বডি ম্যাটারিয়াল কিঃ
আজকাল বাজারে হরেক ম্যাটারিয়ালের তৈরি কেটলি পাওয়া যায়। গ্লাস, এস এস ব্ডি, প্লাস্টিক বা স্টাইনলেস স্টিলের পানি গরম করার কেটলি; যেটা আপনার পছন্দ বা আপনার জন্য ব্যাবহারে সহজ হয় কিনে নিন।
বিদ্যুৎ খরচ কেমন হবেঃ
ইলেকট্রিক কেটলি কারেন্টে দিলে পানি দ্রুত গরম হয়, কিন্তু বিদ্যুৎ খরচের বিষয়টিও মাথায় রাখতে হবে। তাই কেটলি কিনতে গেলে বিদ্যুৎ খরচ কম হবে, এরকম কেটলি চয়েজ করাটা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।
কেটলিতে ইন্ডিকেটর আছে কিনাঃ
কেটলি কেনার আগে দেখে নিন, লাইট ইন্ডিকেটর বা হিট ইন্ডিকেটর আছে কিনা। আপনার ইলেকট্রিক কেটলিতে যদি লাইট ইনডিকেটর থাকে, তাহলে পানি গরম হওয়ার বা ফুটতে থাকার সাথে সাথে আপনাকে শব্দ করে সংকেত দিবে। সারাক্ষন আপনাকে সতর্ক থাকতে হবে না। তখন কেটলিতে পানি গরম দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় কাজকর্ম সারতে থাকবেন। আর ইন্ডিকেটরের সংকেত পাওয়ার পর গরম পানি ঢেলে নিবেন।
কেটলির ওয়ারেন্টি কত দিনঃ
ইলেকট্রিক কেটলিতে ওয়ারেন্টি থাকা জরুরি যাতে কেটলিতে কোনো সমস্যা হলে কোম্পানি আপনাকে সমাধান দিবে। কেনার আগে অবশ্যই ওয়ারেন্টি কতদিন আছে সেটা দেখে নিবেন। সাধারনত ইলেকট্রিক কেটলি ব্র্যান্ডগুলো ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত ওয়ারেন্টি দিয়ে থাকে।
FAQ: (বহুল জিজ্ঞাসিত প্রশ্ন )
১। ইলেকট্রিক নাকি স্টোভটপ; কোন কেটলি ভালো হবে?
ইলেকট্রিক কেটলিতে দ্রুত পানি গরম হয় এবং স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এদিকে স্টোভটপ কেটলি পানি গরম করতে তুলনামূলক সময় বেশি নেয়। এতে কোনো এক্সট্রা নিরাপত্তা ফিচার নেই। তবে ইলেকট্রিক কেটলির চেয়ে স্টোভটপ বেশি শক্তিশালী।
২। কেটলির ক্ষমতা (Capacity) কেমন হওয়া উচিত?
কেটলির ক্ষমতা এর ব্যবহারের উপর নির্ভর করে। ছোট পরিবারের জন্য ১ লিটারের ক্যাপাসিটির কেটলি যথেষ্ট হলেও পরিবারে মেম্বারস বেশি হলে ২-৩ লিটার ক্ষমতার কেটলি্র প্রয়োজন পড়বে।
৩। কেটলিতে অটো শাট অফ ফিচার কি জরুরি?
হ্যাঁ। কেটলিতে অটো শাট অফ ফিচার থাকা জরুরি। কারণ এটি পানি গরম হওয়ার পর কেটলি সাউন্ড করে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হতে সাহায্য করে। তাই দূর্ঘটনার ঝুঁকি কমে যায়।
৪। কেটলি পরিষ্কার করার সহজ পদ্ধতি কী?
ইলেকট্রিক কেটলি বেশিদিন ভালো থাকবে যদি নিয়মিত পরিষ্কার করা হয়। তাই নিয়মিত পরিস্কার কাপড় দিয়ে কেটলির ভেতরে মুছে রাখতে হবে। এছাড়া সপ্তাহে একদিন পানি, সোডা এবং লিকুইড সাবান দিয়ে কেটলি পরিষ্কার করতে হবে।
ইলেকট্রিক কেটলির জন্য কেমন সেফটি ফিচার থাকা প্রয়োজন?
ইলেকট্রিক কেটলির জন্য সেফটি ফিচার প্রয়োজন। যেমন- অটো শাট অফ, ড্রাই বয়েল প্রোটেকশন,এবং ওভারহিট প্রোটেকশন থাকলে আপনি কেটলি নিরাপদে ব্যবহার করতে পারবেন।
৫। পানি গরম করার কেটলির দাম কেমন হতে পারে?
ব্র্যান্ড, ক্ষমতা এবং ফিচারের ওপর নির্ভর করে কেটলির দাম বিভিন্ন হতে পারে। বাজেটের মধ্যে কেটলিগুলো সাশ্রয়ী কেটলিগুলো সাধারনত ৯০০-১৫০০ টাকার মধ্যে পাবেন। আর আরেকটু ভালো মানের কেটলি কিনতে চাইলে ২০০০- ২৫০০ টাকার মধ্যে পাবেন। এছাড়া প্রিমিয়াম কেটলির দাম ৩০০০-৫০০০ টাকা বা তার বেশি হতে পারে।
উপসংহারঃ
পরিশেষে, একটি ভালো মানের কেটলি আপনার জীবন সহজ করে দিবে। কিন্তু পানি গরম করার কেটলি কেনার আগে অবশ্যই উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করবেন। এতে আপনি ঠকবেন না বা কনফিউজড হবেন না। বাজার থেকে কিনুন বা অনলাইন থেকে; কেটলির ধরন, ক্ষমতা, উপাদান, এবং সেফটি ফিচারগুলো যাচাই করে নিবেন। এছাড়া বাজেটের বিষয়টিও মাথায় রাখবেন। আর আপনাদের সামর্থ্যের কথা চিন্তা করে Jitben.com বাজেট- ফ্রেন্ডলি কেটলি কালেকশন নিয়ে হাজির হয়েছে। চাইলে Browse করে দেখে আসতে পারেন। তাছাড়া সঠিক কেটলি বেছে নিলে আপনার ঝামেলাও কমবে আর জীবনও সহজ হবে।